রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

শিক্ষার্থীদের ওপর হামলা মামলায় রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি

শিক্ষার্থীদের ওপর হামলা মামলায় রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার

রাজবাড়ী জেলা আ.লীগের সদস্য, রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি, রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের নামে দায়ের হওয়া মামলার বাদী মো. হাফিজুর রহমান হাফিজকে গ্রেপ্তার করেছে। 

তিনি রাজবাড়ী বিনোদপুর গ্রামের মৃত আতিয়ার রহমান মুন্সির ছেলে। গত বুধবার রাতে রাজবাড়ী শেরে বাংলা গার্লস স্কুলের সামনে রেল কোয়ার্টারের বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।  

মামলা সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী রাজিব মোল্লা বাদী হয়ে গত ৩০ আগস্ট রাজবাড়ী সদর থানায় একটি মামলা করেন। মামলায় রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি কাজী কেরামত আলী, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, জেলা ছাত্রলীগ সভাপতি মো. শাহিন শেখসহ ১৭০ জনের নাম উল্লেখসহ আরও ৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। 

এজাহারে বলা হয়, গত ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে আন্দোলনকারীরা রাজবাড়ী শহরের বড়পুল মোড়ে অবস্থান নিলে পূর্বপরিকল্পনা অনুযায়ী আক্রমণ করা হয়। দেশি অস্ত্র, আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয়, বোমা নিক্ষেপ এবং গুলি বর্ষণ করা হয়। 

হামলায় সোনিয়া আক্তার স্মৃতি, নুরুন্নবী, আশিক ইসলাম অভি, রাজিব মোল্লা, মেহেরাব, আলতাফ মাহমুদ সাগর, উৎস সরকার ও রিয়াজসহ বহু আন্দোলনকারী আহত হন।

রাজবাড়ী সদর থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, এ মামলার তদন্তে হাফিজুর রহমান হাফিজ অভিযুক্ত হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়। তাকে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) আদালতে সোপর্দ করা হয়েছে।

টিএইচ