সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

শিক্ষার্থীদের কাছে পর্নো ভিডিও সরবরাহ, ৬ যুবক আটক

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

শিক্ষার্থীদের কাছে পর্নো ভিডিও সরবরাহ, ৬ যুবক আটক

জয়পুরহাটে শিক্ষার্থী ও কিশোরদের কাছে পর্নো ভিডিও সরবরাহের অভিযোগে ৬ যুবককে আটক করেছে র‌্যাব।

রোববার (৯ অক্টোবর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্প এ তথ্য জানায়।

এর আগে শনিবার (৮ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে জেলার পাঁচবিবি উপজেলার শালাইপুর বাজার থেকে তাদের আটক করা হয়।

র‌্যাব জানায়, আটকদের কাছ থেকে বিপুল পরিমাণ পর্নোগ্রাফি থাকা ডিভাইস জব্দ করা হয়েছে। এর মধ্যে ৫টি কম্পিউটার মনিটর, ৪টি কম্পিউটার সিপিইউ, একটি ল্যাপটপ, ৮টি হার্ড ডিস্ক, ৪টি কি-বোর্ড, ৬টি মাউস, ৬ সেট বিভিন্ন ক্যাবল, ৭টি মোবাইল, ৭টি মেমোরি কার্ড, ৩৭টি পেন ড্রাইভ রয়েছে।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব শনিবার রাত সাড়ে ৮টার দিকে শালাইপুর বাজারের কয়েকটি কম্পিউটারের দোকানে অভিযান চালায়। এসময় দোকানের কম্পিউটার ও অন্যান্য ডিভাইসে অশ্লীল ভিডিও পাওয়া যায়। এসব ভিডিও এলাকার স্কুল-কলেজের শিক্ষার্থী ও কিশোরদের মধ্যে সরবরাহ করা হতো বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগের ভিত্তিতে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহকারী জাকারিয়া হোসেন ওরফে জাকির (৩০), জামিল হোসেন (২৫), আব্দুল কাদের (২৬), স্বপন (৩০), শাকিল চৌধুরী (২৪) ও রাজু হোসেনকে (২৪) গ্রেপ্তার করা হয়। তারা পাঁচবিবি উপজেলার রুনিহালী, বাঁশখুর ও ঢাকার পাড়া এলাকার বাসিন্দা।

র‌্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর মো. মোস্তফা জামান জানান, আটককৃত ছয়জনের বিরুদ্ধে ২০১২ সালের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে পাঁচবিবি থানায় মামলা করা হয়েছে।