বরিশালের আড়িয়াল খাঁ নদের ওপর ৯১.৩৫ কোটি টাকা ব্যয়ে প্রায় ৬২০ মিটার ‘প্রি স্টেড কংক্রিট গার্ডার’ সেতু নির্মাণের কাজ শিগগিরই শুরু করতে যাচ্ছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। গৌরনদী ও মুলাদী উপজেলা ছাড়াও সেতুটি নাজিরপুর ও মোল্লারহাট এলাকার মধ্যে সড়ক যোগাযোগ নির্বিঘ্ন করবে।
বরিশালের গৌরনদীর অদূরে কুতুবপুর এলাকায় আড়িয়াল খাঁ নদের ওপর এ সেতুটি সম্পূর্ণ দেশীয় তহবিলে মোট ২৪টি পিলারের ওপর ২৩টি স্প্যানে নির্মিত হচ্ছে। দু প্রান্তে প্রায় সাড়ে ৫শ মিটার সংযোগ সড়ক ছাড়াও সেতুটির দু প্রান্তে দুটি এবাটমেন্টের মধ্যভাগে মূল স্প্যানটি ৯০ মিটার দীর্ঘ ‘আর্থ টাইপ ব্রিজ’ হিসেবে নির্মিত হবে।
প্রতিযোগিতামূলক দরপত্র গ্রহণের পরে বরিশালের এম খান লিমিটেড নামের একটি প্রাক যোগ্যতা সম্পন্ন প্রতিষ্ঠানের সাথে সমপ্রতি মোট ৯১ কোটি ৩৫ লাখ টাকার নির্মাণ চুক্তি সম্পাদন করেছে এলজিইডি। চুক্তি অনুযায়ী ২০২৬ সালের ১২ জুনের মধ্যে প্রতিষ্ঠানটি সেতুটির নির্মাণ কাজ সম্পন্ন করবে।
এলজিইডি বরিশালের নির্বাহী প্রকৌশলী মো. আতিকুল ইসলাম জানান, সেতুটি নকশা প্রনয়ণসহ দর প্রস্তাব বিবেচনায় কঠোর বিধি বিধানসহ নির্মাণ কাজের মান নিয়ন্ত্রণে আমরা কোন ধরণের আপোষ করছি না। নির্মাণ কাজ তদারকিতে ইতোমধ্যে প্রাক-যোগ্যতা সম্পন্ন পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের কথাও জানান তিনি।
নির্মাণ প্রতিষ্ঠানটি প্রস্তাবিত সেতু এলাকায় সরঞ্জামাদি সন্নিবেশ কাজও শুরু করেছে ইতোমধ্যে। আগামী ডিসেম্বরের মধ্যেই নির্মাণ কাজ শুরু করার ব্যাপারে আশাবাদী এলজিইডির দায়িত্বশীল মহল এবং ঠিকাদারী প্রতিষ্ঠান এম খান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. মাহফুজ খান।
টিএইচ