মাদারীপুরের শিবচরে হাফিজা আক্তার (১৪) নামের এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বাবলাতলা এলাকার হাজী কাইমুদ্দিন শিকদারের কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হাফিজা, ওই গ্রামের চাঁনমিয়া মোল্লার মেয়ে। এবং তিনি চর বাঁচামারা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিলেন। এদিকে গলায় ফাঁসি দেয়া অবস্থায় নিজের বসত ঘর থেকে হাফিজাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, প্রতিবেশী আবুল কালাম সরদারের বড় ছেলে পিয়ার সরদারের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলছিল হাফিজার। এদিকে ঘটনার পর থেকেই পালিয়ে রয়েছে পিয়ার হোসেনের পরিবার। তালাবদ্ধ রয়েছে তাদের বসত ঘর। নিহত হাফিজার বড় ভাই, নাসির মোল্লা বলেন, আমরা এই হত্যার ন্যায় বিচার চাই।
এ বিষয়ে শিবচর থানার ওসি মো. মোক্তার হোসেন বলেন, নিহত হাফিজার একজনের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল জানতে পেরেছি। এখানে ধর্ষণের মত কোনো ঘটনা ঘটেছে কিনা তা ময়নাতদন্তে রিপোর্ট পেলেই বোঝা যাবে।
টিএইচ