বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

শিবচরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ১৭

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

শিবচরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ১৭

পদ্মাসেতুর এক্সপ্রেসওয়ের মাদারীপুর জেলার শিবচরের কুতুবপুর এলাকায় ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ১৭ জন যাত্রীর প্রানহানি হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৩০ জন। রোববার (১৯ মার্চ) সকালে দুর্ঘটনাটি ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাস পদ্মাসেতুর আগে এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। এসময় দুমড়েমুচড়ে যায় বাসটি। বাসের মধ্যে থেকে ১৭ জন যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মো.মোফাজ্জেল হক জানান, নিহতের সংখ্যা আপাতত ১৭ জন। হতাহত বহু রয়েছে। উদ্ধার কাজ চলছে। বিস্তারিত পরে জানা জানানো হবে।‍‍`

টিএইচ