মাদারীপুরের শিবচরে পানিতে ডুবে আব্দুর রহিম (৩) ও সাফানা আক্তার (৪) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) উপজেলার দত্তপাড়া ইউনিয়নের চরবাচামারা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু উপজেলার দত্তপাড়া ইউনিয়নের চরবাচামারা কান্দি গ্রামের সারোয়ার হোসেনর ছেলে ও মেয়ে। এরা একই পরিবারের দুই ভাই বোন।
পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৮ নভেম্বর) শিশু দুটি বাড়ির পাশে খেলছিল। খেলতে খেলতে পরিবারের সদস্যদের অগোচরে শিশু দুটি অসাবধানতাবশত পুকুরের পানিতে তলিয়ে যায়। কিছুসময় পর পরিবারের লোকজন শিশুদের না পেয়ে খুঁজতে থাকে। পরে পুকুরের পানিতে শিশু দুটিকে ভাসতে দেখে এলাকাবাসী।
পরে তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। শিবচর থানার ওসি মোক্তার হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
টিএইচ