মাদারীপুরের শিবচর উপজেলা ও পৌরসভা শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) উপজেলার স্বপ্নপুরী কমিউনিটি সেন্টারে উপজেলা ও পৌরসভা মহিলা দলের আয়োজনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শিবচর উপজেলা মহিলা দলের আহ্বায়ক সুহাদা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাদারীপুর জেলা মহিলাদলের সভাপতি তানিয়া সুলতানা লাইজু।
উপজেলা মহিলা দলের সদস্য সচিব শিল্পী আক্তারের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন, মাদারীপুর জেলার মহিলা দলের সাধারণ সম্পাদক মুনমুন আক্তার।
মাদারীপুর জেলা শাখার সিনিয়র সহ সভাপতি ইয়াসমিন আক্তার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসিনা বেগম, যুগ্ম আহ্বায়ক তাহমিনা খান, সহ সাধারণ সম্পাদক ছালমা বেগমসহ উপজেলা ও পৌরসভার মহিলা দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
টিএইচ