রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

শিবপুরে ইয়াবাসহ দুজন আটক

নরসিংদী  প্রতিনিধি

শিবপুরে ইয়াবাসহ দুজন আটক

নরসিংদীর শিবপুর মডেল থানা পুলিশের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ দুজনকে আটক করা হয়েছে। শনিবার (২০ এপ্রিল) তাদের আটক করা হয়। আটকরা হলেন, শিবপুর উপজেলার মোহরপাড়া গ্রামের রবিউল্লাহর ছেলে রবিন, একই উপজেলার বাড়ৈগাও গ্রামের কাসেম মিয়ার ছেলে তানভির। 

শিবপুর মডেল থানার ওসি মো. ফরিদ উদ্দিন এ তথ্য জানিয়েছেন। শিবপুর মডেল থানা পুলিশ জানায় অভিযান চালিয়ে মনোহরদী-শিবপুর সড়কের সাব্বির মিয়ার গ্যারেজ থেকে ৬০ ইয়াবাসহ রবিন মিয়াকে আটক করা হয়। অপরদিকে একই সড়কের সোনাকুড়া সিএন্ড বি বাজারের মসজিদের সামনে থেকে ৬৫ ইয়াবাসহ তানভিরকে আটক করা হয়। 

আটকদের বিরুদ্ধে শিবপুর মডেল থানায় মাদক আইনে মামলা হয়েছে। তাদেরকে নরসিংদী কোর্টে প্রেরন করা হয়েছে।

টিএইচ