শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
The Daily Post

শীতে কাঁপছে উত্তরের জনপদ

কুড়িগ্রাম প্রতিনিধি

শীতে কাঁপছে  উত্তরের জনপদ

উত্তরের হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় শীতে কাঁপছে কুড়িগ্রাম। শুক্রবার (৬ জানুয়ারি) জেলার সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে ১১ডিগ্রি সেলসিয়াস। এ অবস্থায় ঘন কুয়াশার সাথে হিমেল হাওয়ায় ভোগান্তি বাড়ছে খেটে খাওয়া মানুষের। এ শীতে চরম দুর্ভোগে পড়েছে শিশু-বৃদ্ধসহ শ্রমজীবী ও ছিন্নমুল মানুষেরা। দিনের বেলায় কিছুটা সুর্যের দেখা মিললেও বিকেল হতে শুরু হয় শীতের তীব্রতা।

কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তুহিন মিয়া জানান, এ অবস্থায় শিশু, বৃদ্ধ ও গবাদি পশুও শীতে কাতর হয়েছে। দেখা দিয়েছে শীতজনিত রোগ।

কুড়িগ্রাম শহরের রিকসাচালক মো. জোনাব আলী জানান, এবার ঠান্ডা খুব বেশি মনে হয়। হাত-পা বাইরে বের করা যায় না। এতো ঠান্ডার মধ্যে সকালে মানুষ বের হবার যায় না। কিন্তু আমাদের তো বের হওয়ায় লাগবে।এই শীতে কষ্ট করে রিকসা চালাচ্ছি।

জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ বলেন, ইতোমধ্যে প্রায় ৪০ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসন থেকে নতুন করে ১ লাখ ১৪ হাজার কম্বল চাওয়া হয়েছে। এর মধ্যে ১৫ হাজার কম্বল পাওয়া গেছে।যা বিতরণের কার্যক্রম চলছে।

টিএইচ