নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেন, আমরা রাজনীতি করি জনগণের অধিকার আদায়ের জন্য, মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে মধ্য সস্তাপুরে আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, আমার নেত্রী একত্রিশ বছর বয়সে আওয়ামী লীগের হাল ধরেছেন। হাল ধরার পর থেকে ওরা শেখ হাসিনাকে হত্যা করার জন্য ২২ বার হামলা চালায়। শামীম ওসমান বলেন, ২০০১ সালে নারায়ণগঞ্জে বোমা ব্লাস্ট হয়েছিল। তখন আমি বলেছিলাম, আমি শামীম ওসমান মারা গেলে দেশের কোনো ক্ষতি হবে না; আপনারা শেখ হাসিনাকে বাঁচান। শেখ হাসিনা বাঁচলে দেশের জনগণের স্বপ্ন বাস্তবায়ন হবে।
তিনি বলেন, ১৫ আগস্ট শুধু বঙ্গবন্ধুর পরিবারকে হত্যা করা হয়নি, হত্যা করা হয়েছিল আমাদের স্বপ্নকে। আজ আমরা যারা রাজনীতি করছি, তাদের রাজনীতি করার কথা ছিল না। বঙ্গবন্ধু বেঁচে থাকলে দেশটি হতো অন্যরকম। তিনি বলেন, জাতির পিতা জাতিসংঘের অধিবেশন যে ভাষণ দিয়েছিলেন, তা তার মৃত্যুর কারণ।
তিনি বলেছিলেন, আমি শোষক নই, শোষিতের পক্ষে। এই শব্দটা বিশ্ব মোড়লরা ভালোভাবে নেয়নি। যারা স্বাধীনতার সময় পাকিস্তানের পক্ষে থেকেছেন, তারা এটা ভালোভাবে নেননি। তখনও তারা সেন্টমার্টিন দ্বীপ চেয়েছিল, বঙ্গোপসাগর চেয়েছিল।
কিন্তু বঙ্গবন্ধু বলেছিলেন— দেশ আমি স্বাধীন করেছি, দেশের এক টুকরো মাটিও আমি কাউকে দেব না।
এ সময় তিনি বলেন, ২০০১ সালের পর থেকে আমাদের কত মানুষকে জামায়াত-বিএনপির লোকেরা মেরেছে। এই হাত দিয়ে ৫০ জন মানুষের লাশ দাফন করেছি; কিন্তু ক্ষমতায় আসার পর আমরা কাউকে আঘাত করিনি, খুন করিনি, গাড়িতে আগুন দিইনি, বোমা হামলা করিনি। আমাদের কাজ মানুষের হূদয়ে জায়গা করে নেয়া, বুকে টেনে নেয়া আর এটাই ছিল জাতির পিতার আদর্শ।
টিএইচ