রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

শেখ হাসিনার ফাঁসির দাবিতে মাটিরাঙ্গা পৌর বিএনপির বিক্ষোভ

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

শেখ হাসিনার ফাঁসির দাবিতে মাটিরাঙ্গা পৌর বিএনপির বিক্ষোভ

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের পদত্যাগ ও ছাত্র-জনতা হত্যার দায়ে শেখ হাসিনার ফাঁসির দাবিতে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিক্ষোভ মিছিল করেছে পৌর বিএনপি। 

গত মঙ্গলবার পৌর বিএনপির আয়োজনে উপজেলা বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহ জালাল কাজল।

সমাবেশে বক্তারা বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টাকে হাসিনার দালাল দাবি করে তার পদত্যাগ এবং মানবতাবিরোধী ট্রাইবুনালে শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি এবং আ.লীগকে নিষিদ্ধ করার দাবিতে স্ল্লোগান দেন নেতাকর্মীরা। পরে সমাবেশে দাবি মানা না হলে আবারও রাজপথে আন্দোলনের হুশিয়ারী দেন বক্তারা।

এসময় মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বদিউল আলম, উপজেলা বিএনপির সহ-সভাপতি তাজুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম পাটোয়ারী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেনসহ পৌর বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

টিএইচ