মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ৬ কার্তিক ১৪৩১
The Daily Post

শেবাচিমের ওয়ার্ড মাস্টারসহ তিনজনের অপসারণ চেয়ে বিক্ষোভ

বরিশাল ব্যুরো  

শেবাচিমের ওয়ার্ড মাস্টারসহ তিনজনের অপসারণ চেয়ে বিক্ষোভ

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে রোস্টার বাণিজ্য ও অনিয়মের মূলহোতা ওয়ার্ড মাস্টার আবুল কালাম আজাদ, অফিস সহায়ক রুহুল আমিন লিখন, তরিকুল ইসলাম সোহাগের স্বৈরাচারী কার্যক্রম ও কর্মচারীদের উপর নির্যাতনের প্রতিবাদে অভিযুক্ত তিন কর্মচারীর অপসারণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন হাসপাতালে কর্মরত অন্য কর্মচারীরা। 

সোমবার (২১ অক্টোবর) হাসপাতালের প্রধান ফটকের সামনে কর্মসূচি পালন করেন তারা। পরে তিন কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে হাসপাতালের উপ-পরিচালক বরাবর স্মারকলিপি দেন তারা।

হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী রাব্বি আল মামুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন শাহাদাত হোসেন শান্ত, কায়ুম, ফয়সাল, আমিনুল ইসলাম, জব্বার ঢালি, আনোয়ার হোসেন, কামালসহ সব কর্মচারীরা।

এ সময় কর্মচারীরা জানান, হাসপাতালটির ওয়ার্ড মাস্টার আবুল কালাম আজাদ, অফিস সহায়ক রুহুল আমিন লিখন ও তারিকুল ইসলাম সোহাগ দীর্ঘদিন নানা অনিয়ম করে আসছে তাই এই দুর্নীতি, স্বৈরাচারী কার্যক্রম ও কর্মচারী নির্যাতন কারীদের দ্রুত অপসারণের দাবি জানাই আমরা।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. এস এম মনিরুজ্জামান বলেন, অভিযোগ এনে তিন কর্মচারীর বিরুদ্ধে স্মারকলিপি দিয়েছে। বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

টিএইচ