সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

শেরপুরে কিশোরকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার

শেরপুর প্রতিনিধি

শেরপুরে কিশোরকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার

শেরপুরে কিশোরকে (১৫) বলাৎকারের অভিযোগে মো. রানা নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রানা শহরের খরমপুর এলাকার আবুল হাশেমের ছেলে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের খরমপুর এলাকার একটি বাসায় বলাৎকারের এ ঘটনা ঘটে।

গত শুক্রবার শেরপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল মামুনের আদালতের নির্দেশে গ্রেপ্তার রানাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগী কিশোরটি বর্তমানে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বলাৎকারের শিকার কিশোরের বাড়ি সদর উপজেলার একটি গ্রামে। সে শহরের খরমপুর এলাকার একটি বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। 

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বৃহসপতিবার কিশোরটি মডেল পরীক্ষা দিয়ে গ্রামের বাড়িতে ফেরার সময় পথিমধ্যে কিশোরটির পূর্বপরিচিত যুবক মো. রানা ও তার দুই সহযোগী ফুসলিয়ে ওই কিশোরকে শহরের খরমপুর এলাকার একটি বাসায় নিয়ে যায়। 

সেখানে রানা ও তার সহযোগীরা কিশোরের মুখ বেঁধে বলাৎকার করে। পরে স্বজনদের খোঁজাখুঁজির এক পর্যায়ে খরমপুর এলাকার একটি বাসার নিচতলা থেকে আহতাবস্থায় বলাৎকারের শিকার কিশোরকে উদ্ধার করে।
 
সদর থানার ওসি বশির আহম্মেদ বাদল বলেন, এ ঘটনায় বলাৎকারের শিকার কিশোরের বড় ভাই বাদী হয়ে গ্রেপ্তার মো. রানাসহ তিনজনের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগে সদর থানায় মামলা করেন। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার রানা ওই কিশোরকে বলাৎকারের কথা স্বীকার করেছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত রানার দুই সহযোগীকে গ্রেপ্তারের চেষ্টা করছে।

টিএইচ