সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

শেরপুরে ছেলের হাতে বাবা খুন

শেরপুর প্রতিনিধি    

শেরপুরে ছেলের হাতে বাবা খুন

শেরপুরের শ্রীবরদীতে ছেলের হাতে বাবা খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) উপজেলার ভায়ডাঙ্গার বানিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আবুল কালাম (৬৫)। তিনি ভায়ডাঙ্গার বানিয়াপাড়া গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে। অভিযুক্তের নাম সজিব।

পরিবারের অভিযোগ, আবুল কালামের এক ছেলে ঢাকায় চাকরি করেন। মানসিক সমস্যা থাকায় সজিব বাড়িতেই থাকতেন। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকালে হঠাৎ সজিব তার বাবার ওপর আক্রমণ করেন। এতে তার বাবার মৃত্যু হয়।

শ্রীবরদী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অভিযুক্ত সজিবকে আটক করা হয়েছে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

টিএইচ