বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

শেরপুরে নারী উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি

শেরপুরে নারী উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত

তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আওতায় শেরপুরে উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার দিনব্যাপী শহরের আলীশান রেস্টুরেন্ট এন্ড কমিউনিটি সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেনাজ ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি। সংস্থার প্রশিক্ষণ কর্মকর্তা মরিয়ম সুলতানার সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আ.লীগের সাধারণ সমপাদক ছানুয়ার হোসেন ছানু, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাছরিন বেগম ফাতেমা, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, সংগঠনের প্রশিক্ষক সাদিকুর রহমান, রাসেল তালুকদার, পারভেজ আক্তার, তাহমিদা আক্তার, তামান্না আক্তার প্রমুখ। 

পরে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ নেয়া ১৫০ জনের মাঝে ১৫ লাখ টাকার চেক বিতরণ করেন অতিথিরা।

টিএইচ