বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

শৈত্যপ্রবাহ শেষে বাণিজ্য মেলায় বাড়ছে ক্রেতা-দর্শনার্থী

পূর্বাচল (গাজীপুর) প্রতিনিধি

শৈত্যপ্রবাহ শেষে বাণিজ্য মেলায় বাড়ছে ক্রেতা-দর্শনার্থী

ঢাকার উপকন্ঠ পূর্বাচলে আয়োজিত আন্তর্জাতিক বাণিজ্য মেলা জমতে শুরু করেছে। এতদিন পূর্বাচলের স্থায়ী প্যাভিলিয়নে আয়োজিত মেলায় শৈত্যপ্রবাহের প্রভাবে ক্রেতা দর্শনার্থীদের উপস্থিতি কম থাকলেও তা দিন দিন বাড়ছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বাণিজ্য মেলার ২৯তম আসরের সপ্তম দিনে মেলা ঘুরে দেখা যায় বেলা বাড়ার সাথে সাথে লোকসমাগম বাড়ছে।

মেলার ভেতরে স্টলগুলোতে ক্রেতা আকৃষ্ট করতে ব্যবসায়ীরা লাল, নীল, হলুদ বাতিসহ নানা রংবেরঙের আলোকসজ্জা করেছেন।বিভিন্ন দেশি-বিদেশি ব্রান্ডের গৃহস্থালি সামগ্রী, প্রসাধনী, কাপড়, জুতা, খাবারের দোকান, ইলেকট্রনিক্স, ফার্নিচারসহ বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে রেখেছেন ব্যবসায়ীরা।

বিগত সময়ে মেলায় গিয়ে সরাসরি টিকিট কেটে প্রবেশের কারণে ভোগান্তি হলেও এবার মেলায় ই-টিকেটিংয়ের ব্যবস্থা থাকায় দর্শনার্থীরা স্বচ্ছন্দেই মেলায় প্রবেশ করতে পারছেন।

আগের বছরগুলোর মত শুরুর দিকে দর্শনার্থীর সংখ্যা কম থাকলেও এবার বেড়েছে অনেক। তবে ক্রেতার চেয়ে বেশি দর্শনার্থী হওয়ার কারণে ব্যবসায়ীরা হতাশা প্রকাশ করেছেন।

মঙ্গলবার বেশি ভিড় দেখা গেছে আইসক্রিম, কাপড় ও গৃহস্থালি পণ্যের দোকানগুলোতে। শিশুদের জন্য করা শিশুপার্কেও ভিড় দেখা গেছে।

ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে  জানা যায় , মেলায়  শুক্র ও শনিবার ছুটির দিনে দর্শনার্থীর সংখ্যা বেশ ভালো ছিল। শুরুর দিকে প্রত্যাশার চেয়ে তিনগুণ দর্শনার্থীর সমাগম হয়েছে।কিন্তু বেচাকেনা কম হয়েছে।

এবার ইপিবি আগে থেকে স্টল বরাদ্দ দেওয়ায় সিংহভাগ দোকান আগেভাগেই নির্মাণ শেষ হয়েছে।তবে এত দর্শনার্থী থাকার পরও তাদের বেচাবিক্রি তেমন ভালো হচ্ছে না। বিক্রি কম হওয়ার অন্যতম কারণ হিসাবে তারা মনে করছেন তীব্র শীত ও মালামাল নেওয়ার ক্ষেত্রে পরিবহণের ঝামেলা।

মেলার অবস্থান ঢাকা থেকে দূরে হওয়ায় অনেকে পরিবহণের ভোগান্তির কথা চিন্তা করে মালামাল কিনছেন না। এত দর্শনার্থী থাকার পরও যদি বিক্রি ভালো না হয় তাহলে আমাদের লোকসান গুনতে হবে।

ব্যবসায়ীরা বলছেন মেলায় অনেক দর্শনার্থীর সমাগম হচ্ছে যেটি অত্যন্ত ভালো দিক,প্রত্যাশা করছি সামনের দিন গুলোতে বিক্রি বাড়বে।

কথা হয় গাজীপুর পূবাইল থেকে আসা হাবিবুল্লাহ বাহারের সাথে তিনি বলছেন এবারের মেলা অন্যবারের থেকে অনেকটা নতুনত্ব এসেছে সকাল থেকে মেলা ঘুরে দেখলাম খাওয়া দাওয়া করলাম কিছু কিছু কেনাকাটা করেছি।

মেলায় ঢাকা থেকে আসা খাইরুল ইসলাম জানান বন্ধুরা সবাই মিলে মেলায় এসেছি ঘুরে ঘুরে মেলায় উঠা পণ্যসামগ্রী দেখছি।কিছুদিন পর এসে কেনাকাটা করবো।

মেলায় প্রবেশের টিকিট ইজারাদার ডিজি ইনফোটেকের হেড প্রতিনিধি বলেন, শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে গত শুক্রবার ও শনিবার ছুটির দিনে প্রায় ৫০হাজার দর্শনার্থী মেলায় প্রবেশ করেন।এর সংখ্যা আগামীতে বাড়বে।

টিএইচ