শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

শৈলকুপায় ছাত্র-জনতার উদ্যোগে হাসপাতাল পরিষ্কার

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

শৈলকুপায় ছাত্র-জনতার উদ্যোগে হাসপাতাল পরিষ্কার

ঝিনাইদহের শৈলকুপায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উদ্যোগে হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিছন্নতা ও বেনীপুর মাধ্যমিক বিদ্যালয়ে  ছাত্র-অভিভাবক ও সুধী সমাবেশের আয়োজন করেন।

এ সময় হাসপাতালের বিভিন্ন অসঙ্গতি ও অনিয়ম সম্পর্কে সমন্বয়ক মো. রিহান হোসেন বলেন, প্যাথলজি বিভাগে, ওষুধ বিতরণ, আল্ট্রাসনোগ্রাম, এক্সরে ও খাবারে অনিয়ম রয়েছে। 

ওয়ার্ডে সিনিয়র স্টাফ নার্সদের যথাযথ সেবা না দেয়ার অভিযোগ এবং হাসপাতাল এরিয়ায় বিভিন্ন যানবাহন রাখা এবং মাদকসেবীদের আড্ডা রয়েছে যা হাসপাতাল কর্তৃপক্ষ জানার পরেও কোন প্রতিকারের ব্যবস্থা নেন না।

বেনিপুর মাধ্যমিক বিদ্যালয়ের নানা অনিয়ম ও অব্যবস্থাপনা সমন্বয়ক রাব্বি হোসেন বলেন, ছাত্র শিক্ষকের মধ্যে নিবিড় সম্পর্ক গড়ে তুলতে হবে। স্কুলকে একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে রূপ দিতে হবে। 

সকল শিক্ষার্থীর সমান সমঅধিকার নিশ্চিত করতে হবে। স্কুলে কোন ঘুস দুর্নীতি অনিয়ম করা যাবে না। স্কুল প্রাঙ্গণ মাদকমুক্ত এবং সকল ধরনের সন্ত্রাসমুক্ত রাখতে হবে। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোহাম্মদ হাসান উল বান্না।

টিএইচ