সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫, ২৯ পৌষ ১৪৩১
The Daily Post

শৈলকুপায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৩০

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

শৈলকুপায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৩০

ঝিনাইদহের শৈলকুপায় স্কুল ম্যানেজিং কমিটি গঠন নিয়ে স্থানীয় বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (১২ জানুয়ারি) উপজেলার ৬নং সারুটিয়া ইউনিয়নের নাদপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নাদপাড়া যুবমিলন মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি গঠন নিয়ে সংঘর্ষে আহত হয় ৩০ জন। 

নাদপাড়া যুবমিলন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম বলেন, কমিটি নিয়ে নাদপাড়া গ্রামের বিএনপি ও জামায়াতের সমর্থকদের মধ্যে সমঝোতা না হওয়ায় গতাকল রোববার তিনি উপজেলা জামায়াতের আমির মতিয়ার রহমানের পক্ষে একটি কমিটি ও প্রবীণ বিএনপি কর্মী নওশের বিশ্বাসের পক্ষে আরেকটি কমিটি প্রস্তাব করেন। উভয়পক্ষ কমিটি দুটি মাধ্যমিক শিক্ষা অফিসে নিয়ে যাওয়ার সময় স্কুল ক্যাম্পাসে বাকবিতন্ডায় জড়িয়ে পরে। 

এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও জামায়াতের কর্মীরা দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় বেশ কয়েকটি বাড়ি ভাংচুরের ঘটনা ঘটে। দেশি অস্ত্রের আঘাতে আহত হয় সেকেন্দার, আলিম, শাওন  বাচ্চু, ওমর ফারুক, রফিকুল ইসলাম, রবিউল  আনোয়ার হোসেন, তানভির হোসেন, মাসুদ, মেহেদী হোসেন, সোহেল, আলিম হোসেন, রবি হোসেন, শহিদুল ইসলাম, রিপন হোসেন, মনিরুদ্দিন, মনিরুল ইসলাম, রোজদার আলী, রতন, কলিমুদ্দিন, শাহীন ও রুদ্রসহ ৩০ জন আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

সংঘর্ষ নিয়ে উপজেলা জামায়াতের আমির এস,এম মতিউর রহমান বলেন, নাদপাড়া গ্রামের অধিকাংশ সাধারণ মানুষ চাচ্ছে স্কুলের অ্যাডহক কমিটিতে তিনি সভাপতি হয়ে আসেন। কিন্তু গ্রামের বিএনপি কর্মী নওশের বিশ্বাস তার পরিবারের সদস্যদের দিয়ে কমিটি গঠনের চেষ্টা করে আসছিলেন। কিন্তু উভয়ে কোন সমঝোতায় পৌঁছাতে না পারায় স্কুলের প্রধান শিক্ষক রোববার (১২ জানুয়ারি) দুটি কমিটি প্রস্তাব করেন। তিনি অভিযোগ করেন প্রস্তাবিত কমিটি জমা দিতে নিয়ে যাওয়ার সময় নওশের বিশ্বাসের পক্ষ থেকে উস্কানিমূলক কথা বলায় সংঘর্ষের সূত্রপাত হয়। তবে ঘটনার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না।

সংঘর্ষ নিয়ে নাদপাড়া গ্রামের বিএনপি কর্মী নওশের বিশ্বাস বলেন, নাদপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের কমিটি নিয়ে উপজেলা জামায়াতের আমিরের সঙ্গে কোন সমঝোতা না হলে রোববার (১২ জানুয়ারি) দুটি কমিটি প্রস্তাব করেন প্রধান শিক্ষক। দুপুরে তার পক্ষের প্রস্তাবিত কমিটি স্কুল থেকে নিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার দপ্তরের জমা দিতে যাওয়ার সময় উপজেলা জামায়াতের আমিরের সমর্থকরা স্কুল ক্যাম্পাসে তাদের বাধা দেয়। এ সময় কথাকাটাকাটির এক পর্যায়ে জামায়াত কর্মীরা একসাথে তাদের ওপর হামলা চালায়। 

স্কুল ম্যানেজিং কমিটি গঠন নিয়ে সংঘর্ষের ঘটনায় উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক কর্মকর্তা সুলতান আলী বলেন, তিনি ঘটনাটি শুনেছেন।

সংঘর্ষের ঘটনায় শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, নাদপাড়া গ্রামের স্কুল ম্যানেজিং কমিটি গঠন নিয়ে সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

টিএইচ