সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

শ্যামনগরে ব্রিজে ভেঙে জনদুর্ভোগ

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

শ্যামনগরে ব্রিজে ভেঙে জনদুর্ভোগ

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা থেকে বিচ্ছিন্ন পদ্মাপুকুর ও গাবুরা ইউনিয়নের মাঝে খোলপেটুয়া ও কপোতক্ষ নদীর মোহনায় নির্মিত চৌদ্দরশীর ব্রিজ এখন ভাঙনের কবলে পড়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীর। 

বিভিন্ন সময় দুর্ঘটনায় পড়ছে পথচারীরা। সরেজমিন দেখা গেছে, সড়কপথে চলাচলের জন্য এই ব্রিজের উপর দিয়ে ছাড়া অন্যকোনো বিকল্প পথ নেই। তবে ঝুঁকি নিয়ে নৌকা ও ট্রলারে যাতায়াত করাও যেতে পারে। 

গত ২০০৮-৯ সালের অর্থবছরে ১২০ মিটার ব্রিজটি নির্মিত হয়। বর্তমানে ব্রিজটি গাবুরা পার থেকে প্রায় ১০০ গজ ভাঙনের কবলে পড়ে নদীতে বিলীন হয়েছে।

ব্রিজের বেশ কয়েকটি স্থানে ফাটল ও দেখা দিয়েছে। অনিশ্চয়তা ও ভয় নিয়ে পারাপার হচ্ছে স্কুলপড়ুয়া ছাত্রছাত্রীসহ সাধারণ মানুষ।

গাবুরা ইউনিয়নের আতিয়ার রহমান জানান, এই ব্রিজ আমাদের সড়ক পথের একমাত্র চলাচলের পথ। গাবুরার পারে ভাঙন লাগছে। একপাশ দিয়ে চলাচল করছি। কিছুদিন পর এপাশেও ভাঙন লাগলে আমাদের দুর্ভোগের শেষ থাকবে না।

পাতাখালী এলাকার বাসিন্দা আব্দুর রহিম বলেন, এখন সংস্কার না করতে পারলে যেকোনো সময় নদীতে চলে যেতে পারে ব্রিজটি। গাবুরা ইউপি চেয়ারম্যান মাসুদুল ইসলাম জানান, ওখানে তিন বছর আগেও একবার ভাঙন সৃষ্টি হয়েছিল।  ডিসির সাথে কথা বলে একটা বরাদ্দ দিয়ে সংস্কার করেছিলাম। তবে আমি বিষয়টি নিয়ে প্রশাসনকে অবগত করেছি।

উপজেলা নির্বাহী অফিসার মো. আক্তার হোসেন বলেন, আমি জানতে পেরে ইউপি চেয়ারম্যানকে সেখানে পাঠিয়েছিলাম এবং সড়ক ও জনপদ অধিদপ্তরকে অবগত করছি।

সাতক্ষীরা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আজহারুল ইসলাম বলেন, আমারা শুনেছি অফিসের লোক পাঠানো হয়ছে। দ্রুত সংস্কারের ব্যবস্থা করা হবে।  

টিএইচ