শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫
ঢাকা শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩১
The Daily Post

শ্যামনগরে যুবকের মরদেহ উদ্ধার

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

শ্যামনগরে যুবকের মরদেহ উদ্ধার

শ্যামনগর উপজেলার মাদার নদীর চর থেকে ইয়াছিন আলম (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ মার্চ) উপজেলার কালিঞ্চী এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। ইয়াছিন আলম পার্শ্ববর্তী কৈখালী ইউনিয়নের জয়াখালী গ্রামের মৃত জাবেদ আলী গাজীর ছেলে। তিনি পেশায় ইটভাটা শ্রমিক ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, দুই দিন আগে ইয়াছিন ইটভাটা থেকে বাড়ি ফেরেন। এরপর গত রোববার রাতে তালাকপ্রাপ্ত স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলা নিয়ে বর্তমান স্ত্রী ও শ্যালকের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে স্ত্রী ও শ্যালক তাকে মারধর করেন।

স্থানীয়রা জানান, রাতে বাড়িতে ফিরে ইয়াছিনও তার স্ত্রীকে মারধর করেন। এসময় শ্যালকসহ অন্যরা ধাওয়া করলে তিনি পাশের মাদার নদীতে ঝাঁপ দেন। পরে সোমবার (২৪ মার্চ) তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়।

স্থানীয় একটি সূত্রের দাবি, ইয়াছিন আত্মহত্যার আগে তার ছেলের নামে একটি দলিল হস্তান্তরের জন্য জনৈক রাশিদুল ইসলামকে দায়িত্ব দেন। এরপরই তার মৃত্যু হয়। তবে এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু, সে বিষয়ে এখনো নিশ্চিত নয় পুলিশ।

শ্যামনগর থানার ওসি মো. হুমায়ুন কবির মোল্যা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

টিএইচ