বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

শ্রমিক লীগ নেতা রুবেলকে হত্যার চেষ্টায় থানায় অভিযোগ

উত্তরা প্রতিনিধি

শ্রমিক লীগ নেতা রুবেলকে হত্যার চেষ্টায় থানায় অভিযোগ

রাজধানী তুরাগ থানার ৫৩নং ওয়ার্ডের শ্রমিক লীগের সভাপতি মো. রুবেলকে রাত আনুমানিক ১০.৩০ টার সময় তার দলীয় কাজ শেষে বাসায় প্রবেশের সময় একদল সশস্ত্র সন্ত্রাসীরা তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়।

এ বিষয় নিয়ে মারাত্মক আহত রুবেল তুরাগ থানায় একটি অভিযোগ দায়ের করেছে। অভিযোগে উল্লেখ করা হয়, মো. রুবেল দলীয় কাজ শেষে বাসায় প্রবেশের সময় বি আরটিএ’র পিছনে পৌঁছা মাত্র অভিযোগে উল্লেখিত বিবাদী আসাদ (৪৫), মোঃ নাসির (৪০), মো. সুমনসহ (৩৫) অজ্ঞাত ১৪-১৫ জন লোক কোন কারণ ছাড়া রুবেলকে এলোপাতাড়িভাবে মারধর করে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়।

শরীরের বিভিন্ন স্থানে জখম করে। এক পর্যায়ে রুবেলের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে অভিযোগে উল্লেখিত বিবাদীরা রুবেলকে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। রুবেল আশেপাশের লোকজনকে ঘটনাটি জানালে টঙ্গী সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তুরাগ থানায় একটি অভিযোগ দায়ের করে। এই ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

এ বিষয় নিয়ে তুরাগ থানার অফিসার ইনচার্জের সাথে কথা হলে তিনি জানান, রুবেলের অভিযোগটি আমরা পেয়েছি। উত্তরা জোনের উপ পুলিশ কমিশনারের সাথে আলাপ করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এলাকার লোকজন আরোও জানায়, ব্যক্তিগতভাবে রুবেল একজন ভালো মনের মানুষ। সে তুরাগ থানা ৫৩নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি। 

টিএইচ