সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

শ্রীনগরে জেলে পরিবারের মধ্যে বকনা বাছুর বিতরণ

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

শ্রীনগরে জেলে পরিবারের মধ্যে বকনা বাছুর বিতরণ

শ্রীনগরে জেলে পরিবারের মধ্যে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১১ জুন) উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিতরণ করা হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সমীর কুমার বসাকের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন, ইউএনও মোশারেফ হোসাইন। 

এ সময় আরো উপস্থিত ছিলেন, রাঢ়িখাল ইউপি চেয়ারম্যান আব্দুল বারেক খান বারী, উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর কর্মকর্তা ডা. মোহাম্মদ কামরুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ফজরুল ইসলাম, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা আজিজুল ইসলামসহ উপকারভোগী জেলে পরিবারের সদস্যরা।  

জানা গেছে, ২০২৩-২০২৪ অর্থবছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা হিসেবে ৮টি বকনা বাছুর বিতরণ করা হয়। 

টিএইচ