বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

শ্রীনগরে পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত ১

মুন্সীগঞ্জ প্রতিনিধি

শ্রীনগরে পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত ১

মুন্সীগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ের সার্ভিস লেন থেকে একটি মুরগি বোঝাই পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ডুবে যায়। এতে পিকআপ ভ্যানের মালিক ওমর শেখ (৩০) নিহত হয়। শনিবার (১৫ এপ্রিল) শ্রীনগর উপজেলার কেয়টখালী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ওমর শেখের বাড়ি উপজেলার পাটাভোগ ইউনিয়নের মাশুরগাঁও গ্রামে।

স্থানীয়রা জানায়, এ দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে মুরগি ব্যবসায়ী ওমর শেখকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্ত্যবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাঁসাড়া হাইওয়ে থানার ওসি মোল্লা জাকির হোসেন জানান, গাড়িটি উদ্ধার করে হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে।

টিএইচ