বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

শ্রীনগরে প্রতিপক্ষের হামলায় একজনের মৃত্যু

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

শ্রীনগরে প্রতিপক্ষের হামলায় একজনের মৃত্যু

শ্রীনগরে জমি নিয়ে সালিশ মিমাংসায় এক পক্ষের উপর অপর পক্ষের হামলার ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত সুমন শেখের মৃত্যু হয়। 

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, পূর্ব আটপাড়া গ্রামের দুই ভাই রমিজ উদ্দিন শেখ ও আলাউদ্দিন শেখ তাদের মালিকানাধীন জমির সামনের খাস জায়গা তারা সমহারে ভাগ করে ভোগদখল করে আসছিল। সম্প্রতি শ্রীনগর ভূমি অফিসের দালাল দেলোয়ারের মাধ্যমে আলাউদ্দিন শেখ সেই খাস জায়গা তার মেয়ের নামে লিজ নেয়। 

লিজ নিয়ে আলাউদ্দিন শেখ তার সন্তানদের নিয়ে পুরো খাস জায়গা দখল নেয়ার চেষ্টা করে। এনিয়ে রমিজ উদ্দিন শেখ ও আলাউদ্দিন শেখের মধ্যে বিরোধ চলে আসছিল। 

বিষয়টি নিয়ে গত শুক্রবার স্থানীয় ইউপি সদস্য আবুল মেম্বার, গ্রাম্য মাতব্বর সিদ্দিক বেপারীসহ বেশ কয়েকজন আটপাড়া কোল্ডস্টোরেজ সংলগ্ন দুই পক্ষকে নিয়ে সালিশ মিমাংসায় বসে। সালিশ মিমাংসা চলাকালীন তারা একে অপরের উপর হামলা চালায় ও মারধার করে। 

হামলাকারীরা সুমন শেখকে মাথায় একের পর এক ইট দিয়ে আঘাত করে। পরে স্থানীয়দের সহায়তায় তাদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সুমন শেখের মৃত্যু হয়। হামলার পরপরই রমিজ উদ্দিনের স্ত্রী রওশনআরা বেগম বাদী হয়ে ৮ জনকে আসামি করে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। 

শ্রীনগর থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর জানান, এজাহার দায়ের পর তা মামলা হিসাবে রেকর্ড করা হয়েছে। সুমন শেখ নামে আহত একজন মারা গেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

টিএইচ