শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১
The Daily Post

শ্রীপুর থানাকে টাউট বাটপার ও দালালমুক্ত ঘোষণা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

শ্রীপুর থানাকে টাউট বাটপার ও দালালমুক্ত ঘোষণা

গাজীপুরের শ্রীপুর থানাকে টাউট, বাটপার ও দালালমুক্ত ঘোষণা করে সাইনবোর্ড সাঁটিয়েছে পুলিশ। শ্রীপুর মডেল থানার পক্ষ থেকে গত ১৭ মে এ সাইনবোর্ডটি সাঁটানো হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়ররা। 

থানা এবং স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে, কিছু কিছু ব্যক্তি থানায় দালালি করে আসছিল। তাদের মধ্যে মুখোশপরা সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার গুটিকয়েক মানুষও রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে থানা পুলিশের বাধা না দেয়া বা সোর্সের নামে সহযোগিতা করায় দালাল শ্রেণির লোকজনের সংখ্যাও সময়ভেদে কম-বেশি হয়। 

ফলে সাধারণ মানুষ হয়রানির শিকারও হয়। ইতিপূর্বে পুলিশের ওপর আক্রমণ ও হয়রানির ঘটনাও ঘটেছে। টাউট, বাটপার ও দালালমুক্ত করার ঘটনা পুরোনো। এ উদ্যোগ নতুন করে শ্রীপুরবাসীর মনে আশার সঞ্চার ঘটিয়েছে বলে মন্তব্য অনেকের। 

তবে কাজে প্রমাণ দেখতে চান বলেও মন্তব্য করেন অনেকে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাইনবোর্ডের বিষয়টি ইতোমধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

শ্রীপুরের তেলিহাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী মনসুর মানিক বলেন, উদ্যোগটি ভালো। পুলিশ আন্তরিক হলে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদকসেবী নির্মূল করতে পারব। এটি বাস্তবায়ন করতে হলে কাজে তার প্রতিফলন দেখাতে হবে। 

এরকম পরিবেশ সৃষ্টি হলে সমাজের সহজ-সরল ও অসহায় মানুষ হয়রানি থেকে রক্ষা পাবে এবং ন্যায়বিচার পাবে। যারা টাউট-বাটপার-দালাল, এসব চিহ্নিত করার দায়িত্বও পুলিশের।

বরমী ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বলেন, এতে বিভিন্ন ইউনিয়নের মানুষ উপকৃত হবে। হয়রানির শিকার থেকে রক্ষা পাবে অনেক অসহায়-নির্যাতিত মানুষ।
এ উদ্যোগকে স্বাগত জানিয়ে কাওরাইদ ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল আজিজ বলেন, উদ্যোগটি ভালো, তবে কাজে প্রমাণ দিতে হবে।

অ্যাডভোকেট ফরিদ হোসেন আকন্দ বলেন, নতুন ওসি যোগদানের পর কয়েকটি ঘটনা প্রত্যক্ষ করে কিছু নমুনা পাওয়া গেছে। তিনি ইচ্ছা করলেই তার পুলিশ সদস্যদের নিয়ে মানুষকে উন্নত সেবা দিতে পারবেন।

শ্রীপুর থানার ওসি আবুল ফজল মো. নাসিম বলেন, দেড় মাসের বেশি সময় হয়েছে আমি এ থানায় যোগদান করেছি। সব কমিউনিটি নিজেই তাদের জিডি বা অভিযোগ সরাসরি থানায় এসে জমা দিতে পারবে। তাদের সুনির্দিষ্ট তথ্যর ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

ছোটখাটো যে কোনো সমস্যা এলাকার গণ্যমান্য ব্যাক্তি, জনপ্রতিনিধিদের সমন্বয়ে বিট পুলিশিংয়ের মাধ্যমে সমাধান করার চেষ্টা করবে পুলিশ। আমি বদলি হয়ে গেলে নতুন কোনো অফিসার এলে শুধু ধারাবাহিকতাই নয়, শ্রীপুরবাসীকে আরও ভালো কিছু দেবেন বলে আশা করি।

টিএইচ