রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

শ্রীপুরে অসংক্রামক রোগ প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

শ্রীপুরে অসংক্রামক রোগ প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা

গাজীপুরের শ্রীপুরে সোসাইটি ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট অব রুরাল পিপল (সার্প)আয়োজনে সেন্টার ফর ল এন্ড পলিসি অ্যাফেয়ার্স (সিএলএসএ) অর্থায়নে অসংক্রামক রোগ প্রতিরোধে শরীরচর্চা ও কায়িক পরিশ্রম নিশ্চিতে খেলার মাঠ, পার্ক ও উন্মুক্ত স্থানের বাজেট বরাদ্দ ও গাইড লাইন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

গত বুধবার আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম শ্রীপুর উপজেলার কার্যালয়ে ওই অসংক্রামক রোগ প্রতিরোধে শরীরচর্চা ও কায়িক পরিশ্রম নিশ্চিতে খেলার মাঠ, পার্ক ও উন্মুক্ত স্থানের বাজেট বরাদ্দ ও গাইড লাইন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোসাইটি ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট অব রুরাল পিপল (সার্প) নির্বাহী পরিচালক মো. আবুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জাকির হোসেন স্যানেটারি ইন্সপেক্টর, শ্রীপুর পৌরসভাসহ শিক্ষক সাংবাদিক উপস্থিত ছিলেন।

সোসাইটি ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট অব রুরাল পিপল (সার্প) নির্বাহী পরিচালক মো. আবুল হাসান তার বক্তব্যে বলেন, বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশেও সংক্রামক ব্যাধির চেয়ে অসংক্রামক ব্যাধির ব্যাপকতা অনেক বেড়ে গেছে এবং বর্তমানে বিশ্বের মোট মৃত্যুর ৬৫ শতাংশের জন্য দায়ী। 

আগে ধারণা করা হতো, অসংক্রামক ব্যাধি শুধু ধনী দেশে বসবাসকারীদের এবং বয়স্ক লোকের হয়। প্রকৃতপক্ষে এ রোগে আক্রান্তদের অর্ধেকই কম বয়সী এবং নিম্ন আয়ের দেশগুলোতে এ ধরনের ব্যাধির প্রাদুর্ভাব ভয়াবহ পর্যায়ে চলে যাচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, এ দেশে বিভিন্ন রোগে আক্রান্তদের মধ্যে শতকরা ৬৫ ভাগ অসংক্রামক ব্যাধিতে আক্রান্ত। হাসপাতালে ভর্তির রোগীদের মধ্যে এক-তৃতীয়াংশ হচ্ছে অসংক্রামক ব্যাধি। মৃত্যুর প্রধান ১০টি কারণের মধ্যে অধিকাংশই এসব ব্যাধির জন্য দায়ী, যেমন, কিডনি, ফুসফুস ও লিভার প্রদাহ, হূদ্রোগ, ক্যানসার, স্ট্রোক, ডায়াবেটিস, সিওপিডি বা শ্বাসকষ্টজনিত রোগ ইত্যাদি।

অসংক্রামক ব্যাধির কারণ : মানুষের জীবনযাত্রার মান, সামাজিক অস্থিরতা, খাদ্যাভ্যাস, যান্ত্রিক জীবন সবকিছু মিলিয়েই অসংক্রামক ব্যাধির প্রাদুর্ভাব বৃদ্ধির জন্য দায়ী। আর্থিক অসচ্ছলতা, অশিক্ষা এবং চিকিৎসার অপ্রতুলতা এ সমস্যাকে আরও প্রকট করে তুলছে। জাকির হোসেন বলেন, শ্রীপুর পৌরসভায় বিভিন্ন এলাকায় ৯২টি নতুন রাস্তা হবে। ওয়াদ্দিয়া  পুকুরকে সকলের জন্য চলাচলের   উপযুক্ত করা হবে।

টিএইচ