বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

শ্রীপুরে অসহায় প্রবীণদের মধ্যে হুইলচেয়ার বিতরণ

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

শ্রীপুরে অসহায় প্রবীণদের মধ্যে হুইলচেয়ার বিতরণ

মাগুরার শ্রীপুরে আদ-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার কাদিরপাড়া শাখার আয়োজনে ও পিকেএসএফের আর্থিক সহায়তায় শ্রেষ্ঠ সন্তান সম্মাননা, শ্রেষ্ঠ প্রবীণ সম্মাননা এবং অসহায় ও অসচ্ছল প্রবীণদের মধ্যে হুইলচেয়ার বিতরণ এবং ইউনিয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (৩১ মে) উপজেলার কাদিরপাড়া ইউনিয়নে চারজন প্রবীণ শারীরিক প্রতিবন্ধী আবু জাফর, কালাবড়ু, মনোয়ারা, শুশান্ত দাসের মধ্যে এই হুইলচেয়ার বিতরণসহ পাঁচজন শ্রেষ্ঠ প্রবীণ সম্মাননা ও পাঁচজন শ্রেষ্ঠ সন্তানকে সম্মাননা প্রদান করা হয়।

প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির সমন্বয়কারী আশরাফুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ওয়াসিম আকরাম। 

বিশেষ অথিতি ছিলেন কাদিরপাড়া ইউপি চেয়ারম্যান সাংবাদিক আইয়ুব হোসেন খান, আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের পরিচালক মো. ফজলুল হক, সহকারী মহাব্যবস্থাপক এফ এম নিজাম উদ্দিন, এরিয়া ব্যবস্থাপক মিফতাহুস সদেকিন, শাখা ব্যবস্থাপক শরিফুল ইসলাম, সমাজ উন্নয়ন কর্মকর্তা আবু শামা, সুপারভাইজার মুক্তার আলী ও কাদিরপাড়া ইউপি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

টিএইচ