শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১
The Daily Post

শ্রীপুরে আমন ধান কাটা উৎসব অনুষ্ঠিত

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

শ্রীপুরে আমন ধান কাটা উৎসব অনুষ্ঠিত

মাগুরার শ্রীপুর উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২২-২৩ অর্থবছরে আমন মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় সম্মিলিত হারভেস্টারের মাধ্যমে সমলয়ের আমান ধান কাটা উৎসব অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৮ অক্টোবর) নাকোল ইউনিয়নের মধুপুর মাঠে সমলয়ের এ আমন ধান কাটা অনুষ্ঠিত হয়। পরে গ্রীষ্মকালীন পেঁয়াজের উপকরণ বিতরণ ও তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মমতাজ মহলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের এমপি অ্যাড. সাইফুজ্জামান শিখর।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সুফি মো. রফিকুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সালমা জাহান নিপা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমাউনুর রশিদ মুহিত, দারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর প্রমুখ।

টিএইচ