বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

শ্রীপুরে আমন ধান কাটা উৎসব অনুষ্ঠিত

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

শ্রীপুরে আমন ধান কাটা উৎসব অনুষ্ঠিত

মাগুরার শ্রীপুর উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২২-২৩ অর্থবছরে আমন মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় সম্মিলিত হারভেস্টারের মাধ্যমে সমলয়ের আমান ধান কাটা উৎসব অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৮ অক্টোবর) নাকোল ইউনিয়নের মধুপুর মাঠে সমলয়ের এ আমন ধান কাটা অনুষ্ঠিত হয়। পরে গ্রীষ্মকালীন পেঁয়াজের উপকরণ বিতরণ ও তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মমতাজ মহলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের এমপি অ্যাড. সাইফুজ্জামান শিখর।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সুফি মো. রফিকুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সালমা জাহান নিপা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমাউনুর রশিদ মুহিত, দারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর প্রমুখ।

টিএইচ