রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

শ্রীপুরে বালিকা বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

শ্রীপুরে বালিকা বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন

মাগুরা শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া আব্দুল মজিদ জোয়ারদার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবনির্মিত বহুতল একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১০ জুলাই) মাগুরা-১ আসনের এমপি অ্যাড.সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে এ ভবন উদ্বোধন করেন । 

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি স্বার্ণালী জোয়ারদার রিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শ্রীপুর উপজেলা আ.লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান মো. হুমাউনুর রশিদ মুহিত, সহ-সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান মো. মসিয়ার রহমানসহ আ.লীগ ও অঙ্গ-সংগঠনের নেতারা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান জানান, ৮৫ লাখ টাকা ব্যয়ে ‘শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহ উন্নয়ন’-প্রকল্পের আওতায় এ বহুতল বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ করা হয়েছে। 

টিএইচ