রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

শ্রীপুরে সব শ্রেণিপেশার লোকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

শ্রীপুরে সব শ্রেণিপেশার লোকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়

গাজীপুরের নবাগত জেলা প্রশাসক (ডিসি) নাফিসা আরেফিন বলেছেন মানুষের জানমালের সর্বোচ্চ নিরাপত্তার স্বার্থে যে যে ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে প্রাধান্য দিতে হবে তার মধ্যে মাদক বহনকারী, ব্যবসায়ী, ব্যবহারকারী এবং বিক্রেতাকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা। 

তাদের সঠিকভাবে চিহ্নিত করতে পারলে আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা অনেকটাই সহজ হয়ে যাবে। 

সোমবার (১৮ নভেম্বর) শ্রীপুর উপজেলা পরিষদ সভাকক্ষে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক ও সাংবাদিকের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

যানজটের বিষয়ে তিনি বলেন, যারা যত্রতত্র গাড়ি পার্কিং করে রাখে অথবা সড়কে দীর্ঘক্ষণ অবস্থান করে তাদের পুনর্বাসন করার চেষ্টা করতে হবে। আমরা হুট করে কাউকে সরিয়ে দিলে হবে না। সবারই উচিত প্রত্যেকের স্থান থেকে সঠিক বিচার নিশ্চিত করতে হবে। 

শিক্ষাঙ্গনে শৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, ছাত্র-ছাত্রীদেরকে ক্লাসে ফিরে যেতে হবে এবং নিয়মিত ক্লাসে যেতে হবে। এ ক্ষেত্রে শিক্ষকদের মধ্যে কোন বিভেদ থাকলে শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের স্বার্থে সেটা ভুলে গিয়ে সকলকে সাথে নিয়ে কাজ করতে হবে। 

শ্রীপুর ইউএনও ব্যারিস্টার সজীব আহমেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) অভ্র জোতি বড়াল, শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল, শ্রীপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রণয় ভূষণ দাস, শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি শাজাহান ফকির, সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টার, শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামের আমির নুরুল ইসলাম, শ্রীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারী, উপজেলা কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা বন্যা ও শ্রীপুরে কর্মরত  প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

টিএইচ