শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

শ্রীবরদী উপজেলা পরিষদ নির্বাচনে জামানত হারালেন ২১ প্রার্থী

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি 

শ্রীবরদী উপজেলা পরিষদ নির্বাচনে জামানত হারালেন ২১ প্রার্থী

শেরপুরের শ্রীবরদীতে উপজেলা পরিষদ নির্বাচনে ২১ প্রার্থী জামানত হারিয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ প্রার্থী রয়েছেন। কমিশন সূত্রে জানা যায়, কাস্টিং ভোটের শতকরা ১৫ ভাগ ভোট না পেলে প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হবে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, শ্রীবরদী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোট প্রদত্ত ভোট ৮০ হাজার ৯৮২।  শতকরা ১৫ ভাগ ভোট কম পাওয়া প্রার্থীরা হলেন, চেয়ারম্যান পদে আব্দুল মতিন মোটরসাইকেল (১০৯৬০), মোহাম্মদ তারিকুল ইসলাম ভাসানী কাপ পিরিচ (৮২৮৫), জুয়েল আকন্দ ঘোড়া (৭০৭২), খন্দকার ফারুক আহমদ আনারস (৪৩৮৫) ও মাহবুবুর রহমান সুজা দোয়াত কলম (৪১৫৩) ভোট পেয়ে জামানত হারিয়েছেন। 

এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে মো. আব্দুর রহিম (২০০৬), মো. হাবিবুল্লাহ (৭৬৬৭), মো. ফজলুর রহমান (৮৫৭), আলমগীর হোসেন (১২৪৫), মো. জুবাইদুল ইসলাম রাজন (১০৬৪১), মো. নজরুল ইসলাম (৫১১৮), মো. গোলাম মোস্তুফা (৪৯৯), সাদমান সৌমিক মুন (৯৭৮৬), ফরিদ আহম্মেদ নিলু (৮০৩১), এবিএম সাইফুল মালেক (৪১৯৯), মো. আজিজুল হক (৩৯০৮), জান্নাতুন ইসলাম টুটুল (৩৮১৩), মো. শাহজাহান আলী (৬৩৮০) ভোট এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা. চাম্পা (১১১৬৪), মোছা. জাহানারা বেগম (১৮৯৭), জেসমিন আক্তার (১০৩৭০) ভোট পেয়ে জামানত হারিয়েছেন।

উল্লেখ্য, গত ৮ মে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জাহিদুল ইসলাম জুয়েল ২৫ হাজার ১২৩ ভোট, ভাইস চেয়ারম্যান পদে হাফিজুর রহমান ১৩ হাজার ৬২৪ ভোট ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুলমালা ৩২ হাজার ৯০৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

টিএইচ