বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

শ্রীবরদীতে নিখোঁজের ১২ ঘণ্টা পর কৃষকের মরদেহ উদ্ধার

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি 

শ্রীবরদীতে নিখোঁজের ১২ ঘণ্টা পর কৃষকের মরদেহ উদ্ধার

শেরপুরের শ্রীবরদীতে নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে মিললো বিল্লাল হোসেন (৫০) নামে এক কৃষকের মরদেহ। গত সোমবার রাতে উপজেলার ভাটি লঙ্গরপাড়া গ্রামের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত কৃষক একই এলাকার মৃত আদি মণ্ডলের ছেলে। এ ঘটনায় নিহতের ছেলে উজ্জল মিয়া বাদী হয়ে মঙ্গলবার (২৪ অক্টোবর) চারজনের নাম উল্লেখ করে শ্রীবরদী থানায় একটি মামলা করেছে। মামলার বিষয়টি জানিয়েছেন থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী। 

পুলিশ ও পরিবারের সদস্য সূত্রে জানা যায়, গত সোমবার কৃষক বিল্লাল হোসেন ছাগলকে ঘাস খাওয়ানোর জন্য বাড়ি থেকে বের হয়। সন্ধ্যার দিকে ছাগল বাড়িতে ফিরে আসে। কিন্তু ওই কৃষক বাড়ি ফিরেনি। এঘটনায় পরিবারের সদ্যসরা তাকে অনেক খোঁজাখুজি করে না পেয়ে মাইকিং করে। 

একপর্যায়ে রাতে বাড়ির পাশের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে লাশ থানায় এনে মঙ্গলবার (২৪ অক্টোবর) ময়নাতদন্তের জন্য শেরপুর মর্গে প্রেরণ করে। 

থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী বলেন, লাশের মাথায় ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে একটি হত্যা মামলা করেছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত কারণ জানা যাবে। 

টিএইচ