শেরপুরের শ্রীবরদীতে প্রাথমিক বিদ্যালয়ের উপজেলা পর্যায়ে বাংলা ও ইংরেজি বিষয়ে পঠন দক্ষতা এবং গণিত বিষয়ে মৌলিক দক্ষতা যাচাই প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত সভায় প্রধান আতিথি ছিলেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদের সভাপতিত্বে সভায বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. ওবায়দুল্লাহ।
ইন্দিলপুর সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম ও তারাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাসলিমা আক্তারের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলাল, ইসলামী আন্দোলন শ্রীবরদী উপজেলা শাখার সভাপতি মাওলানা নজরুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার তৌফিকুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার আব্দুল মোতালেব, শ্রীবরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, ভেলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, গোপালখিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী দিয়া, অভিভাবক মাহফুজ আহমেদ প্রমুখ।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদুল হক, থানা অফিসার ইনচার্জ মো. আনোয়ার জাহিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রুহুল আলম তালুকদারসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক। এ ছাড়াও প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
টিএইচ