শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

শ্রীবরদীতে বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি 

শ্রীবরদীতে বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন

শেরপুরের শ্রীবরদীতে ‘দারিদ্র বিমোচনের লক্ষ্যে ব্যাপক প্রযুক্তি নির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা’ ইমপ্যাক্ট (৩য় পর্যায়) শীর্ষক প্রকল্পের সমন্বিত খামার স্থাপন ও সম্প্রসারণ এবং বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। 

সোমবার (৪ ডিসেম্বর) উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর শ্রীবরদীর আয়োজনে মহিলা বিষয়ক প্রশিক্ষণ হলরুমে ৫ দিনব্যাপী ওই কোর্সের উদ্বোধন করা হয়। 

উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জুয়েল আকন্দ। 

এতে আরো বক্তব্য রাখেন শেরপুর যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক আতাহার আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আজিজ, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন প্রমুখ। এতে ৪০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে।

টিএইচ