সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

শ্রীবরদীতে বিশেষ সেবা কার্যক্রম উপলক্ষে আলোচনা

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি 

শ্রীবরদীতে বিশেষ সেবা কার্যক্রম উপলক্ষে আলোচনা

বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী এবং তিন দিনব্যাপী বিশেষ সেবা কার্যক্রম উপলক্ষে শেরপুরের শ্রীবরদীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

পেনশন, ভাতা, ফে ফিক্সেশনসহ হিসাবরক্ষণ অফিসের বিভিন্ন অনলাইন সেবা দ্রুত সমাধানের জন্য রোববার (১২ মে) উপজেলা হিসাবরক্ষণ অফিসারের কার্যালয়ের আয়োজনে সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে ওই সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা হিসাবরক্ষণ অফিসার মোহাম্মদ মুখলেছুর রহমানের সভাপতিত্ব প্রধান অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মো. রেজোয়ান ইফতেকার। 

এসময় আরো বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাসুমা মমতাজ, সাংবাদিক ফরিদ আহমেদ রুবেল প্রমুখ। এসময় বিভিন্ন দফতরের কর্মকর্তা, সেবাপ্রত্যাশী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। 

টিএইচ