বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
ঢাকা বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
The Daily Post

শ্রীবরদীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি

শ্রীবরদীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড

শেরপুরের শ্রীবরদীতে ইমরান হাসান শাওন (৩০) নামে এক মাদকসেবীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৩ এপ্রিল) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদুল হক তার কার্যালয়ে ওই আদেশ দেন। একই সঙ্গে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। আটক ইমরান হাসান উত্তর বাজার এলাকার মফিজল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদকসেবী ইমরান হাসান শাওন সরকারি কলেজে বাউন্ডারি সংগল্ন একটি বাসায় চুরি করতে যায়। বাড়ির লোকজন গিয়ে দেখে বাসার গেইট ভিতর থেকে লাগানো। পরে বাউন্ডারির উপর দিয়ে বাড়ির ভেতরে তাকে দেখতে পেয়ে বাড়ির লোকজন ও স্থানীয়রা হাতেনাতে ধরে ফেলে।

খরব পেয়ে পুলিশ মাদকসেবীকে সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে নিয়ে যায়। এসময় পুলিশ তার নিকট থেকে ইয়াবা ট্যাবলেট, গ্যাস লাইট, টাকাসহ মাদক সেবনের অন্য জিনিসপত্র উদ্ধার করে। পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদুল হক মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।

টিএইচ