বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

শ্রীবরদীতে সার-বীজ ও ঢেউটিন বিতরণ

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি

শ্রীবরদীতে সার-বীজ ও ঢেউটিন বিতরণ

২০২৩-২৪ অর্থবছরে খরিপ-১/২০২৪-২৫ মৌসুমে উফশী আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়। 

বুধবার (৩ এপ্রিল) উপজেলা কৃষি অফিসের আয়োজনে অফিস চত্বরে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম। পরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২২টি পরিবারে মধ্যে ২৬ বান্ডিল ঢেউটিন ও ৭৮ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

উপজেলা কৃষি অফিসার (অ.দা) কৃষিবিদ হুমায়ুন দিলদারের সঞ্চালনায় সভাপতি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন। এসময় উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জুয়েল আকন্দ, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ছালাহ উদ্দিন ছালেম, থানা অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রহুল আলম তালুকদার, গণমাধ্যমকর্মী ও কৃষকরা উপস্থিত ছিলেন। 

প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৫০০ কৃষকের মধ্যে ৫ কেজি আউশ ধান বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি ও ১৫০ জন কৃষকের মধ্যে এক কেজি করে পাটবীজ বিতরণ করা হয়। 

টিএইচ