সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

শ্রীমঙ্গল মুন হোটেলে খুন হওয়ার ঘটনায় একজন আটক

শ্রীমঙ্গল প্রতিনিধি  

শ্রীমঙ্গল মুন হোটেলে খুন হওয়ার ঘটনায় একজন আটক

শ্রীমঙ্গল পৌর শহরের নতুন বাজার মুন আবাসিক হোটেল থেকে উদ্ধারকৃত মৃত ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। সেই সঙ্গে তার হত্যাকারীকেও আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। 

অজ্ঞাত মৃতদেহ উদ্ধারের ২৪ ঘণ্টার মধ্যেই হত্যাকারী সুজন মিয়াকে গ্রেপ্তার করে। সুজন মিয়া মৌলভীবাজার বর্ষিজোড়া (সোনাপুর) এলাকার আবারক মিয়ার পুত্র। 

গত মঙ্গলবার রাতে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ এলাকা থেকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে মৃত ব্যক্তির মোবাইল ফোন ও পরবর্তীতে শ্রীমঙ্গল শহরতলীর জোড়াপুল এলাকা থেকে ব্যাটারিচালিত অটোরিক্সাটিও উদ্ধার করে পুলিশ।

আসামির দেয়া তথ্য মতে উদ্ধার মৃত ব্যক্তির নাম ইন্তাজ মীর (৫২),  সে কমলগঞ্জ উপজেলার কালেঙ্গা এলাকার মৃত ইনু মীরের পুত্র। মৃত ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে তার পরিবারকে খবর দিলে তারা এসে পরিচয় নিশ্চিত করেন। পরে মৃত ইন্তাজ মিয়ার পরিবারকে তার কবর দেখিয়ে দেয়া হয়।

মূলত মৃত ব্যক্তির অটোরিক্সাটি চুরি করে বিক্রি করার জন্যই তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যায়। এবিষয়ে হত্যা মামলা করে আদালতের মাধ্যমে আসামিকে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন শ্রীমঙ্গল থানা পুলিশ।

টিএইচ