রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

শ্রীমঙ্গলে কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৬

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

শ্রীমঙ্গলে কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৬

গত তিন দিনে শ্রীমঙ্গলে কুকুরের কামড়ে ১৬ জন আহত হয়েছেন। শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে এ তথ্য পাওয়া গেছে।

শ্রীমঙ্গল ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে গত বৃহস্পতিবার দুপুর ১টা থেকে শুক্রবার দুপুর পর্যন্ত ১৬ জন কুকুরের কামড়ে আহত রোগীকে চিকিৎসা দেয়া হয়েছে বলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মৌমিতা বৈদ্য জানিয়েছেন। কুকুরের কামড়ে আহতরা হলেন- মো. আলী, সুমন, হরিধন দাস, মো. সুমন মিয়া, রামেন্দ্র দেব, সুজন বৈদ্য, চন্দ্রিমা, শিহাব, ইব্রাহিম, তাজুল ইসলাম, লাদেন, রাজিব, নিবারন সিংহ, নাহিদ, ইসমাইল ও ইমাদ।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কর্ণ চন্দ্র মল্লিক জানান, কুকুরের কামড়ের ঘটনা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী আমাকে জানানোর পর শহরে সচেতনতামূলক মাইকিং করা হচ্ছে। 

টিএইচ