সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

শ্রীমঙ্গলে গাঁজাসহ একজন আটক

শ্রীমঙ্গল প্রতিনিধি

শ্রীমঙ্গলে গাঁজাসহ একজন আটক

শ্রীমঙ্গল থানা পুলিশের মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় শ্রীমঙ্গল থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদারের দিকনির্দেশনায় ১কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ জীবন চাষা নামের এক যুবককে আটক করা হয়। 

গত মঙ্গলবার গভীর রাতে শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন এন্ড অপস) তাপস চন্দ্র রায়ের নেতৃত্বে এসআই তীথংকর দাস, এএসআই জামাল উদ্দিন, রাজু বিশ্বাস, আবু মুছা ও মোসলেহ উদ্দিনসহ সঙ্গীয় পুলিশ ফোর্স উপজেলার গান্ধিছড়া চা বাগান পূর্ব লাইনে অভিযান চালিয়ে আসামি বালিন্দ্র চাষার ছেলে জীবন চাষাকে আটক করা হয়।  শ্রীমঙ্গল থানার এসআই তীথংকর দাস বাদী হয়ে আটক আসামির বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদক আইনে মামলা করেন। 

যথাযথ আইনি পক্রিয়াতে আসামি জীবন চাষাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। মাদকবিরোধী অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন শ্রীমঙ্গল থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার।

টিএইচ