রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

শ্রীমঙ্গলে জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা

শ্রীমঙ্গল প্রতিনিধি

শ্রীমঙ্গলে জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা

শ্রীমঙ্গলে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। সোনালী ব্যাংক পিএলসি শ্রীমঙ্গল শাখার সহযোগিতায় বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। 

ইউএনও আবু তালেবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ওয়ার্কশপ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায়। স্বাগত বক্তব্য দেন সোনালী ব্যাংক শ্রীমঙ্গল শাখা প্রধান এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোজাম্মেল হক, জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক মূল বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের যুগ্ম পরিচালক (ক্যাশ) আবু তাহির মো. হাবিবুল্লাহ, স্মার্ট ব্যাংকিং সম্পর্কে অবহিত করেন বাংলাদেশ ব্যাংকের সহযোগী পরিচালক ফারহানা ইয়াসমিন।

সচেতনতামূলক বক্তব্য রাখেন মৌলভীবাজার প্রিন্সিপাল অফিসের এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার সুজিত কুমার রায়, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, বীরমুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন ছমরু। ওয়ার্কশপে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, বীর মুক্তিযোদ্ধা, সকল ব্যাংকের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ গণমাধ্যমকর্মীরা।

টিএইচ