সোমবার, ১০ মার্চ, ২০২৫
ঢাকা সোমবার, ১০ মার্চ, ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১
The Daily Post

সংবাদ প্রকাশের পর মাগুরা অডিটোরিয়াম নির্মাণ কাজ শুরু

মাগুরা প্রতিনিধি

সংবাদ প্রকাশের পর মাগুরা অডিটোরিয়াম নির্মাণ কাজ শুরু

সংবাদ প্রকাশের পর অবশেষে মাগুরায় বহুল প্রতীক্ষিত অডিটোরিয়াম নির্মাণ কাজ শুরু হয়েছে। গত ৮ মার্চ দৈনিক আমার সংবাদে ‘প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার তিন বছর পরও হয়নি মাগুরার অডিটোরিয়াম নির্মাণ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের পরই কার্যক্রমে গতি আসে।

মাগুরা জেলা পরিষদ চত্বরে ১ হাজার আসন বিশিষ্ট অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হল নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়েছিল ২০২০ সালের ৩ মার্চ। প্রকল্পের মেয়াদ ছিল ২০২৩ সালের ৩ মার্চ পর্যন্ত, যা এক বছর বাড়িয়ে ২০২৪ সাল পর্যন্ত করা হয়। তবে এতদিনে মাত্র ৬০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, নির্মাণ কাজে নিম্নমানের উপকরণ ব্যবহার করা হয়েছে। ওয়ার্ক অর্ডার অনুযায়ী গ্রাউন্ড ফ্লোরে পাথরের কংক্রিট ব্যবহারের কথা থাকলেও সেখানে ইটের খোয়া ব্যবহার করা হয়েছে। এছাড়া রড, বালু এবং অন্য উপকরণেও অনিয়মের অভিযোগ উঠেছে।

জেলা পরিষদ সূত্র জানায়, প্রকল্পের বরাদ্দকৃত অর্থ থাকার পরও কাজ দীর্ঘ সময় বন্ধ ছিল। পাঁচ বছরেও সম্পূর্ণ কাজ শেষ না হওয়ায় ভবনটি আগেই জীর্ণ হয়ে পড়েছে। নতুন করে সময় বাড়ানোর জন্য ঠিকাদার প্রতিষ্ঠান আবেদন করেছে, তবে এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

২০২০ সালে শুরু হওয়া এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে রয়েছে মেসার্স শহিদ ব্রাদার্স-স্মার্ট প্রপার্টিজ লিমিটেড জেভি। তাদের কাজ ২০২৩ সালের মার্চে শেষ হওয়ার কথা থাকলেও দীর্ঘ বিলম্বের কারণে ২০২৫ সালে নতুন সময় বৃদ্ধির পরিকল্পনা চলছে বলে জানা গেছে।

সরেজমিনে দেখা গেছে, অডিটোরিয়ামের বাহিরের সিরামিক ও ভিতরের ওয়াল ও ফ্লোর টাইলস লাগানোর কাজ চলছে। বর্তমানে ৯ জন মিস্ত্রি কাজ করছেন। কাজের দায়িত্বে থাকা রবিন কেয়ারটেকার বলেন, সংবাদ প্রকাশের পর কাজ শুরু হয়েছে।

সিরামিক মিস্ত্রি তোফায়েল জানান, ১৫ দিনের মধ্যে সিরামিকের কাজ শেষ হবে। টাইলস মিস্ত্রি রিপন জানান, বাথরুম ও ফ্লোরের টাইলসের কাজ চলছে, কাজের গতি বাড়ালে দ্রুত শেষ হবে।

ঠিকাদার প্রতিষ্ঠানের প্রকৌশলী সোহেল রানা জানান, ফ্যান্সি টালি, ওয়াল ও ফ্লোর টাইলস স্থাপনের কাজ চলছে। আগামীকাল মাটি কাটা, ড্রেসিং ও রিজার্ভ ট্যাংকের কাজ শুরু হবে। কাজ শেষ করতে এক বছর সময় চেয়ে আবেদন করা হয়েছে।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, কাজের নতুন সময় বৃদ্ধির বিষয়ে তদন্তের জন্য নির্বাহী প্রকৌশলীদের একটি টিম সরেজমিন পরিদর্শন করবে।

কাজের মান যাচাই করে সিদ্ধান্ত নেয়া হবে। এখনই কিছু চূড়ান্ত বলা যাচ্ছে না। তবে তারা দীর্ঘদিন পর কাজ শুরু করায় কিছুটা হলেও অগ্রগতি হয়েছে। প্রকল্পের ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। তবে সংবাদ প্রকাশের পর কাজের অগ্রগতি দেখা গেলেও, সময়মতো এটি শেষ হবে কিনা, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।

টিএইচ