রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
ঢাকা রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫, ১৩ মাঘ ১৪৩১
The Daily Post

সখীপুর পৌরসভার বাজেট ঘোষণা

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সখীপুর পৌরসভার বাজেট ঘোষণা

টাঙ্গাইলের সখীপুর পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরে ২৫ কোটি ৪৬ হাজার ৬১৪  টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (৮ জুলাই) পৌরসভা কার্যালয়ে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে এ বাজেট ঘোষণা করেন পৌরমেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ। 

এতে আয় ধরা হয় ২৫ কোটি ৪৬ হাজার ৬১৪ টাকা ও ব্যয় ধার্য করা হয় ২৩ কোটি ৩৩ লাখ ৮১ হাজার ৭৬১ টাকা এবং স্থিতি ১ কোটি ৬৬লাখ ৬৪ হাজার  ৮৫৩ টাকা।

পৌরমেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি অনুপম শাহজাহান জয়, এছাড়াও উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হোসেন পাটওয়ারী, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান, প্রেস ক্লাবের সভাপতি শাকিল আনোয়ার সাধারণ সম্পাদক সাজ্জাত লতিফ, প্যানেল মেয়র মো. বিল্লাল শিকদার, শহিদ শিকদার ও আরজিনা আক্তার, পৌরসভার নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলামসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, সংরক্ষিত মহিলা কাউন্সিলররা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

টিএইচ