রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

সখীপুরে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

সখীপুরে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু

টাঙ্গাইলের সখীপুরে ইটবোঝাই একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ট্রাক্টরটির হেলপার। শনিবার (২৩ ডিসেম্বর) সখীপুর-সিডস্টোর সড়কের পাথারপুর জনতা উচ্চ বিদ্যালয় মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চালক মোসাহিদ (২৮) ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার স্বদেশী গ্রামের নুরুন্নবীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোসাহিদ শনিবার (২৩ ডিসেম্বর) ইটবোঝাই ট্রাক্টরটি নিয়ে ভালুকার সিডস্টোর থেকে সখীপুরের দিকে যাচ্ছিল। উপজেলার পাথারপুর জনতা উচ্চ বিদ্যালয় মোড় এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পরিত্যক্ত চায়ের দোকানে ট্রাক্টরটি ঢুকে পড়ে। 

এ সময় ট্রাক্টরটি উল্টে গিয়ে ঘটনাস্থলেই মারা যান ড্রাইবার মোসাহিদ। আর গুরুতর আহত হন হেলপার রনি। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

সখীপুর থানার ওসি শেখ শাহিনুর রহমান বলেন, লাশ থানায় রাখা হয়েছে। স্বজনরা এলে মামলা হবে কি-না, জানা যাবে।

টিএইচ