শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

সখীপুরে পলিথিন ব্যাগ সংরক্ষণ করায় জরিমানা

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সখীপুরে পলিথিন ব্যাগ সংরক্ষণ করায় জরিমানা

টাঙ্গাইলের সখীপুরে নিষিদ্ধ পলিথিন রাখার অপরাধে আট দোকান মালিককে ৬১ হাজার জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) পৌরসভার ডালপট্টি ও কচুয়া বাজার এলাকায় ইউএনও মোহাম্মদ হোসেন পাটওয়ারী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। 

এ সময় ডাল পট্টির ব্যবসায়ী আয়নাল হককে ২০ হাজার, লুৎফর রহমানকে ৮ হাজার, নাছির উদ্দিনকে ৫ হাজার, শফিকুল ইসলামকে ৩ হাজার, তোমেজ উদ্দিনকে ৫ হাজার, আরফান আলীকে ৩ হাজার ও দেলুয়ার হোসেনকে ২ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। 

এছাড়াও উপজেলার কালিয়া ইউনিয়নের কচুয়া বাজারের ব্যবসায়ী জুয়েল স্টোরের মালিক জুয়েল তালুকদারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় পৌরশহর ও কচুয়া বাজার থেকে কয়েক মণ পলিথিন জব্দ করে তা নষ্ট করে ফেলেন ভ্রাম্যমাণ আদালতের টিম। 

এ বিষয়ে ইউএনও মোহাম্মদ হোসেন পাটওয়ারী বলেন, ব্যবসায়ীদের সতর্ক করে দেয়া হয়েছে। নিষিদ্ধ পলিথিন বন্ধ করতে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার মনিটরিং করা হবে।

টিএইচ