বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

সখীপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ গ্রেপ্তার ৬

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সখীপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ গ্রেপ্তার ৬

টাঙ্গাইলের সখীপুরে স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে বাড়ি ফেরার পথে গত বৃহস্পতিবার রাতে গণধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। দুর্বৃত্তরা ওই নারীর স্বামীকে আটকে রেখে তাকে ধর্ষণ করে। 

এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূর স্বামী বাদী হয়ে সখীপুর থানায় মামলা করেছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে ওই এলাকার ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন- হযরত আলীর ছেলে বুলবুল আহমেদ (২৪), ফরহাদ আলীর ছেলে মোহাম্মদ বাবুল (৩০), হযরত আলীর ছেলে লাবু মিয়া (২৬), গনি মিয়ার ছেলে আসিফ (২৩), আশরাফ আলীর ছেলে শফিক আহমেদ (২৫), এবং সমেশ আলীর মোজাম্মেল হক (৩০)।

মামলার এজাহারসূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার এক দম্পতি  কচুয়া চাঁদের হাটে ঘুরতে যায়। ঘোরাঘুরি শেষে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে  ৭/৮ জন যুবক তাদের আটক করে। পরে স্বামীকে অন্য জায়গায় আটক করে রাখে। স্ত্রীকে চাঁদের হাট কলেজের উত্তর পাশে একটি গজারির বনে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে।

সখীপুর থানার ওসি রেজাউল করিম জানান, এ ঘটনায় বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। অন্যদিকে নির্যাতনের শিকার ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

টিএইচ