রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

সদরপুরে জালভোটে দেয়ায় ছয় মাসের কারাদণ্ড

ফরিদপুর প্রতিনিধি 

সদরপুরে জালভোটে দেয়ায় ছয় মাসের কারাদণ্ড

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপে ফরিদপুরের সদরপুর উপজেলা নির্বাচনে জাল ভোট দিতে যেয়ে আরিফ মাতুব্বর নামে একজনকে ৬ মাসের জেল ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৯ মে) চর নাছিরপুর ইউনিয়নের আব্দুল হাকিম মাতুব্বর ডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শাওন হোসেন জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। মামলা নং-০১/২০২৪। আসামিকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সদরপুর ইউএনও সৈয়দ মোরাদ আলী বলেন, জাল ভোট দিতে যেয়ে আরিফ মাতুব্বর নামে এক ব্যক্তিকে ৬ মাসের জেল ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

টিএইচ