শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১
The Daily Post

সন্দ্বীপ আইনজীবী সমিতি ভবনে আগুন

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি

সন্দ্বীপ আইনজীবী সমিতি ভবনে আগুন

সন্দ্বীপ উপজেলা আইনজীবী সমিতির ভবনে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২৬ জানুয়ারি) এ ঘটনা ঘটে। জানা যায়, সপ্তাহের শুরু দিন  আইনজীবীরা  আদালতের কার্যক্রমে যাবেন এ সময়ে হঠাৎ ধোঁয়ায় আচ্ছন্ন দেখে আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ দিক বেদিক ছুটাছুটি করতে থাকেন। 

দ্রুত লোকজন আইনজীবী অফিসের বিভিন্ন কাগজপত্র ফাইল, চেয়ার টেবিল আলমারি কম্পিউটারসহ নানান আসবাবসামগ্রী বের করে আনেন। এতে আইনজীবী সমিতির ২ কক্ষের একটি পুরো কাগজপত্র ও ফাইল কম্পিউটার ইত্যাদি পুড়ে ছাই হয়ে যায়। 

আরেকটি কক্ষের যেটি সেক্রটারির কক্ষ সেটার কাগজ পত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।  ৯৯৯ এ ফোন পেয়ে ফায়ার সার্ভিস  দ্রুত এসে  আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। 

ক্ষতিগ্রস্ত হওয়া আইনজীবী অ্যাড. আবদুল মজিদ মাহাদী বলেন আমার চেম্বার কম্পিউটার তিনটি ও প্রিন্টার পুরে গেছে, পাশাপাশি সিভিল ও ক্রিমিনাল দেওয়ানি ও ফৌজদারি মামলার ১৮০টি ফাইল পুড়ে যায়।  

সন্দ্বীপ উপজেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বলেন, আমার ধারণা আইনজীবী সমিতির অফিসের পাশে রাস্তা থেকে কেউ সিগারেট ফেলে অথবা বৈদ্যুতিক শর্ট থেকে আগুন লাগতে পারে। 

সন্দ্বীপ উপজেলা ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্সের লিডার সাহাবউদ্দীন বলেন, ৯৯৯ ফোন পেয়ে ঘটনাস্থলে দ্রুত আসার চেষ্টা করি কিন্তু পথে যানজটে সামান্য দেরি হয়, আমাদের ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে।

টিএইচ