রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

সন্দ্বীপ পৌরসভার বাজেট ঘোষণা

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি

সন্দ্বীপ পৌরসভার বাজেট ঘোষণা

সন্দ্বীপ  পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরে ৪৯ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। গত বৃহস্পতিবার পৌরসভার কনফারেন্স রুমে পৌরমেয়র মোক্তাদের মাওলা সেলিম আনুষ্ঠিকভাবে এ বাজেট ঘোষণা করেন।

অর্থবছরের প্রস্তাবিত বাজেটের মোট আকার রাজস্ব ৪ কোটি ২ লাখ ৫০ হাজার সহ ৫৩ কোটি ২৩ লাখ ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ২০২৩-২৪ অর্থবছেরের সংশোধিত বাজেট ১২ কোটি ৮৬ লাখ ৭২ হাজার  ৩৯৮ টাকা ধরা হয়েছে। 

প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাত থেকে ২ কোটি ৫৯ লাখ ১৫ হাজার ৪৯৮ টাকা আয় ধরা হয়েছে। চলতি বছরের সংশোধিত বাজেট ৩ কোটি ৪৫ লাখ ৫৫ হাজার ৯২৫ টাকা। পৌরসভার সাধারণ তহবিল থেকে আয় ধরা হয়েছে ২ কোটি ৭ লাখ টাকা।

পৌরমেয়রের সভাপতিত্বে বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন এমপি নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মাহফুজুর রহমান মিতা। বিশেষ অতিথি বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আনোয়ার হোসেন, ও সন্দ্বীপ থানার ওসি মো. কবির হোসেন পিপিএম। 

বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. আবদুল আলীম, পৌর প্যানেল চেয়ারম্যান সফিকুল মাওলা ও আবু তাহের,  কাউন্সিলর আলাউদ্দীন বাবলু, ওহেদুল আলম পারভেজ, দিদারুল আলম, ছাত্রলীগ নেতা ফয়সাল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বেলায়েত হোসেন বেলাল।

টিএইচ