শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

সন্দ্বীপে গাছুয়া ঘাট সড়কে গর্ত ও খানাখন্দক ভোগান্তি চরমে

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি

সন্দ্বীপে গাছুয়া ঘাট সড়কে গর্ত ও খানাখন্দক ভোগান্তি চরমে

সন্দ্বীপ উপজেলার ৩নং গাছুয়া ইফনিয়নের আমির মোহাম্মদ ফেরিঘাট  সড়কে ২ কিলোমিটার খানাখন্দ ও বড় বড় গর্তে বেহাল দশায় পরিণত হয়েছে। এ সড়কটিতে রিক্সা সিএনজি-ট্রাকসহ ছোট-বড় সবধরনের যানবাহন ও যাত্রীদের জন্য মূর্তিমান আতঙ্কের আরেক নাম। 

সংস্কারের অভাবে এই ২ কিলোমিটার সড়কের পিচ উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড়-মাঝারি-ছোট বিভিন্ন আকারের গর্ত। যান চলাচল স্বাভাবিক রাখতে এরপর বারবার জরুরি মেরামত করা হলেও মেলেনি কোনো সুফল। যার ফলে সড়কটিতে সৃষ্টি হয়েছে ভয়াবহ এক পরিস্থিতির। প্রায় প্রতিদিনই ঘটছে কোনও না কোনো দুর্ঘটনা। 

আর ভাঙাচোরা সড়কে অন্য জনদুর্ভোগ তো আছেই। গত কয়েক দিনের টানা বৃষ্টিতে কয়েকগুণ হয়েছে এই দুর্ভোগের মাত্রা। সড়কজুড়ে খানাখন্দে পানি জমে দুর্ভোগ বাড়িয়েছে পথচারীদের। জমে থাকা পানির কারণে বড় গর্তগুলো চোখে না পরায় সেগুলোতে পড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে ছোট-বড় যাত্রীবাহী গাড়ির যন্ত্রাংশ। 

দ্রুতই সড়কটি সংস্কার করা না গেলে বড় দুর্ঘটনার শঙ্কা রয়েছে বলে মনে করছেন এ সড়কে চলাচলকারী যানবাহনের চালক ও যাত্রীরা। আমির মোহাম্মদ ফেড়িঘাট টু গুলিয়া খালী নৌপথে সম্পত্তি চট্টগ্রাম সন্দ্বীপ ফেরিঘাট বিষয়ে সাম্ভতা যাচাই শেষ করছে বিআইডব্লিউটিএ। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সন্দ্বীপ  উপজেলার  লক্ষাধিক  মানুষের যাতায়াতের একমাত্র সড়ক এটি। সড়কটি দিয়ে প্রতিদিন চলাচল করে শত শত ছোট-বড় যানবাহন। 

যানবাহনের অতিরিক্ত চাপের কারণে দিন দিন আরও খারাপ হচ্ছে সড়কের অবস্থা। চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যানবাহন চালক ও যাত্রীদের। মাঝে মধ্যেই বেহাল ২ কিলোমিটার অংশে দুর্ঘটনার শিকার হচ্ছে প্রাইভেটকার, ট্রাক ও সিএনজি। উপজেলার এ  গুরুত্বপূর্ণ এ সড়কটি সচল রাখতে মাঝে মধ্যেই বালু ও পাথর ফেলে জরুরি মেরামত করলে ও দুই দিন পর আবার নষ্ট হয়ে যায়। এতেও মিলছে না কোনো সুফল। বর্ষায় ওই বালুর সঙ্গে পানি মিশে আরও বিপজ্জনক হয়ে উঠছে সড়ক। 

এ বিষয়ে সন্দ্বীপ উপজেলা প্রকৌশলী আবদুল আলিম বলেন এ রাস্তাটি ১০ ফিট আছে, যার বেশিরভাগ খানা খন্দে ভেঙে চুরে আছে, চলাচলের অযোগ্য,  যেহেতু এখানে নতুন ফেরিঘাট হচ্ছে গাড়ি চলাচলের সুবিধার্থে  রাস্তা ১৮ ফিটে উন্নত করতে চাই।  

এজন্য নতুন একটি প্রকল্প প্রণায়নের কাজ চলমান রয়েছে, উক্ত প্রকল্পে সড়কটি অন্তর্ভুক্ত করার জন্য উপজেলা প্রকৌশলী সন্দ্বীপ চট্টগ্রাম নির্বাহী প্রকৌশলীর দপ্তরের প্রেরণ করছেন এবং নির্বাহী প্রকৌশলীও গত মাসে সরেজমিনে সড়কটি পরিদর্শন করছেন।

টিএইচ